ঢাকা২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব

বার্তা বিভাগ
মার্চ ১৪, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

লাখো রোহিঙ্গার সঙ্গে কক্সবাজারে ইফতার করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে শুক্রবার প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন তারা।

রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে আন্তোনিও গুতেরেস জানান, বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায়। এজন্য মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, রাখাইন রাজ্যে গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামে। মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে অনেকেই সাম্প্রতিক সময়ে এসেছেন। বাংলাদেশ এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এখন বিশ্বের সহায়তা প্রয়োজন। তারা বাড়ি ফিরতে চায়, মিয়ানমার তাদের মাতৃভূমি। নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এই সংকটের প্রধান সমাধান।

দুপুরে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান। এরপর বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজারের উখিয়ায় যান জাতিসংঘের মহাসচিব ও ড. মুহাম্মদ ইউনূস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com