ঢাকা২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মিয়ানমার জান্তা সরকার কর্তৃক হাতি উপহার পেয়ে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া

বার্তা বিভাগ
মার্চ ৭, ২০২৫ ৫:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

মিয়ানমার রাশিয়াকে ছয়টি হাতির বাচ্চা উপহার দিয়েছিল। দেশটির জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অঙ হ্লাইংয়কে খুশি হয়ে ধন্যবাদ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

সাম্প্রতিক মস্কো সফর তিনি জান্তা সরকারের প্রধানকে এই ধন্যবাদ জানান।

বৈঠকে ছয়টি হাতি উপহার দেওয়ার জন্য পুতিন মিয়ানমারকে ধন্যবাদ দিয়ে জানান। এছাড়া হাতিগুলোকে ইতোমধ্যে মস্কো চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকে এই নিয়ে চতুর্থবারের মতো রাশিয়া সফর করলেন- জেনারেল মিন অঙ হ্লাইং।

জেনারেল হ্লাইং পুতিনকে ‘রাজা’ বলে উল্লেখ করেন এবং ইউক্রেইনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন জানান। এছাড়া তিনি বলেন, “আপনার শক্তিশালী ও সিদ্ধান্তমূলক নেতৃত্বের গুণে জয় আপনারই হবে বলে আমার বিশ্বাস।”

-ইমরুল কায়েস/দ্যা সোশ্যাল টাইমস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com