ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল উদ্বোধন 

বার্তা বিভাগ
জানুয়ারি ২৩, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রাজ্জাক বাপ্পী,ঠাকুরগাওঁ জেলা প্রতুনিধিঃ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধির প্রয়াসে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’র জেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়। বুধবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হাসান আতিক, মো: শাহাজাহান, হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতান সালাউদ্দীন, পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল হাসান, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম শাহিনসহ অংশগ্রহণকারী টিমের খেলোয়াড়, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উদ্বোধনী দিনে বালক দলে প্রথম খেলায় পীরগঞ্জ উপজেলা টিম ২-০ গোলে রানীশংকৈল উপজেলা টিমকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় বালিয়াডাঙ্গী উপজেলা টিম টাইব্রেকারে ৬-৫ গোলে ঠাকুরগাঁও সদর উপজেলা টিমকে পরাজিত করে। তৃতীয় খেলায় পীরগঞ্জ উপজেলা টিম টাইব্রেকারে হরিপুর উপজেলা টিমকে পরাজিত করে। বালিকা দলে প্রথম খেলায় রানীশংকৈল উপজেলা টিম ৩-০ গোলে বালিয়াডাঙ্গী উপজেলা টিমকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় ঠাকুরগাঁও সদর উপজেলা টিম ২-০ গোলে পীরগঞ্জ উপজেলা টিমকে পরাজিত করে। তৃতীয় খেলায় রাণীশংকৈল উপজেলা টিম টাইব্রেকারে ৩-১ গোলে হরিপুর উপজেলা টিমকে পরাজিত করে।

আজ বৃহস্পতিবার বিকেলে ফাইনাল খেলায় বালক দলে বালিয়াডাঙ্গী উপজেলা টিম তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে পীরগঞ্জ উপজেলা টিমের সাথে। বালিকা দলে ঠাকুরগাঁও সদর উপজেলা টিম তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে রাণীশংকৈল উপজেলা টিমের সাথে। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com