শাহীন আহমেদ, শরিয়তপুর প্রতিনিধি:
সখিপুর থানার উদ্যোগে বুধবার (২২ জানুয়ারি) থানার প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় জনগণ, আলেম সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুসফিকুর রহমান সহকারী পুলিশ সুপার, ভেদরগঞ্জ সার্কেল, শরিয়তপুর।
ওপেন ডে তে উপস্থিত ছিলেন মাসুম বালা আহ্বায়ক সখিপুর থানা যুবদল।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সাধারণ জনগণের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনা হয় এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। পুলিশ ও জনসাধারণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এই কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি, মাদক, ইভটিজিং, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতার আহ্বান জানানো হয়।
সখিপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, “আমরা চাই জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে। সকলের সহযোগিতা পেলে অপরাধ দমন আরও সহজ হবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত ওপেন হাউজ ডে আয়োজনের আহ্বান জানান।