শাহীন আহমেদ, শরিয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর, দক্ষিণ সখিপুর আলম চান বেপারি কান্দি শুক্রবার (১৭ জানুয়ারি), রাতের অন্ধকার যখন ঘনিয়ে আসে, শীতের হিমেল হাওয়া তখন গায়ে কাঁপন ধরায়। এমন শীতে যখন দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই আশার আলো নিয়ে হাজির হন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় জননেতা আলহাজ্ব শফিকুর রহমান কিরন। অসহায় মানুষ যেন শীতের কষ্টে আর না কাঁপে, সেই লক্ষ্যে তিনি শরীয়তপুরের বিভিন্ন এলাকায় শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
শুক্রবার শরীয়তপুরের দক্ষিণ সখিপুর এলাকায় অসহায় নারী, শিশু ও বৃদ্ধদের হাতে কম্বল তুলে দেন কিরন। এটি ছিল শুধু শীতবস্ত্র বিতরণ নয়, ছিল ভালোবাসার ছোঁয়া, ছিল মানবিকতার প্রকাশ। কম্বল পেয়ে কারও চোখে ছিল আনন্দাশ্রু, কারও মুখে হাসি।
অনুষ্ঠানে বক্তৃতাকালে শফিকুর রহমান কিরন বলেন,
“আমার রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। গরিব-দুঃখীর পাশে দাঁড়ানোর আনন্দ সবচেয়ে বড়। যতদিন বেঁচে থাকব, চেষ্টা করব মানুষের পাশে থাকতে।” তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনার একটু সহযোগিতায় একটি অসহায় পরিবার উষ্ণতা পেতে পারে। আসুন, আমরা সবাই মিলে শীতার্তদের পাশে দাঁড়াই।”
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক হারেছ সরদার, ছুনু মিয়া সেখ, মাকসুদ আলম বেপারি, নুরুল ইসলাম বেপারি, রাজা মিয়া বেপারি, কামরুল হাসান রাজীব সরদার, ফারুক বেপারি, শাহাদাত হোসেন ডাকু, পারভেজ বেপারি, আলতাফ সরদার ও বিএনপি যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।