ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রশংসা ও শুভেচ্ছায় ভাসছে গাইবান্ধার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ

বার্তা বিভাগ
জানুয়ারি ১৫, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় প্রশংসা ও শুভেচ্ছায় ভাসছে গাইবান্ধার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ একটি আদর্শ ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সফল প্রয়োগ ও বাস্তবায়নের মধ্য দিয়ে এগিয়ে চলছে এ প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার মধ্যেই জাতীয় জীবনের সুখ ও সমৃদ্ধি পুরোপুরি নির্ভরশীল। তাই সমাজ সভ্যতার ক্রমবিকাশ ও বিবর্তনে বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থার সঙ্গে জাতীয় আশা আকাঙ্ক্ষার সমন্বয়, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন এবং নৈতিক প্রশিক্ষণ ও অনুশীলনের বাস্তবমুখী উদ্যোগকে সামনে রেখে শিক্ষার বিস্তৃতি ও সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৯৬ সালে এলাকার কিছু উদারমনা মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায় উপজেলা শহরের প্রাণ কেন্দ্রে কোলাহল মুক্ত এক মনোরম ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৮ বছর ধরে সাফল্যের সাথে আধুনিক শিক্ষাদানের প্রয়াস ও প্রতিশ্রুতি অব্যাহত রেখে সর্বসাধারণের কাছে একটি অন্যতম মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত হয়ে আসছে। পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে এবং অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাবৃন্দের দ্বারা এ প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। বর্তমানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানটির এস.এস.সি এবং এইচ.এস.সি , এস এস সি ভোক, এইচ এস সি বিএমটি সহ সকল স্তরের পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক। এরই ধারাবাহিকতার মধ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২০২৪ সালে প্রতিষ্ঠানটি জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। ফলে সবার প্রশংসা এবং শুভেচ্ছায় সিক্ত হয়ে আসছে এ প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম জানান, অনেক ঘাত প্রতিঘাত পেড়িয়ে এ প্রতিষ্ঠান সর্বসাধারণের কাছে একটি অন্যতম মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত হয়ে আসছে। যার ফলশ্রুতিতে ২০২৩ সালে উপজেলার মধ্যে আমি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হই। এ সফলতার ধারা অটুট রেখে প্রতিষ্ঠানটির সুপ্ত প্রতিভার বিকাশ ঘটুক, এ জন্য চাই সবার দোয়া ও ভালোবাসা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com