ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চরভাগা ইউনিয়নের বিট-৩ পুলিশং সভা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
জানুয়ারি ১৫, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

শাহীন আহমেদ, ভেদরগঞ্জ প্রতিনিধি:

শরিয়তপুর সখিপুর থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ জানুয়ারি) সখিপুর থানার চরভাগা ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মুসফিকুর রহমান সহকারী পুলিশ সুপার, ভেদরগঞ্জ সার্কেল শরীয়তপুর, সভাপতিত্ব করেন সখিপুর থানা অফিসার ইনচার্জ ওবায়দুল হক ।
তিনি বলেন বিট পুলিশিং সভার মূল লক্ষ্য জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি সংযোগ স্থাপন এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজে বের করা।

সভায় এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা এলাকার মাদক, চুরি, ইভটিজিংসহ অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার পুলিশকে আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সখিপুর থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন মজিবুর রহমান সাব-ইন্সপেক্টর অংশগ্রহণ করেন।

সভা শেষে উপস্থিতদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com