শাহীন আহমেদ, ভেদরগঞ্জ প্রতিনিধি:
শরিয়তপুর সখিপুর থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ জানুয়ারি) সখিপুর থানার চরভাগা ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মুসফিকুর রহমান সহকারী পুলিশ সুপার, ভেদরগঞ্জ সার্কেল শরীয়তপুর, সভাপতিত্ব করেন সখিপুর থানা অফিসার ইনচার্জ ওবায়দুল হক ।
তিনি বলেন বিট পুলিশিং সভার মূল লক্ষ্য জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি সংযোগ স্থাপন এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজে বের করা।
সভায় এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা এলাকার মাদক, চুরি, ইভটিজিংসহ অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার পুলিশকে আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সখিপুর থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন মজিবুর রহমান সাব-ইন্সপেক্টর অংশগ্রহণ করেন।
সভা শেষে উপস্থিতদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।