ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বার্তা বিভাগ
জানুয়ারি ২, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রাজ্জাক বাপ্পী,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে একটি ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকাল ৫টায় সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ফুটানি ইটভাটা নামক একটি ভাটায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার।

অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে না পাড়ায় ও ভাটায় কাঠ পুড়ার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৫ ধারায় ২লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভাটাটি ভেঙ্গে দেয়া হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার বলেন, সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। আজ আমরা ফুটানি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। এসময় ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে পারেনি। সেই সাথে তার ভাটায় বিপুল পরিমান গাছের মুড়া পাওয়া যায়। তাই আইনের ধারায় ভাটার কতৃপক্ষকে জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com