ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“সফলতার প্রথম পর্ব হচ্ছে একটি সুন্দর সিদ্ধান্ত”

বার্তা বিভাগ
জানুয়ারি ১, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সমাজে নানা শ্রেণি পেশার মানুষ দেখা যায়। তাদের মাঝে কারো অবস্থান খুবই ভালো। আবার কারো অবস্থান খুবই নিম্ন বা সাধারণ শ্রমিক শ্রেণি।

এ শ্রেণি পার্ক্যের মূল কারণ চিন্তাশক্তি বা সিদ্ধান্তের ভিন্নতা।

যেমন: আমাদের মাঝে কেউ কেউ স্বপ্ন দেখেন- পড়া শুনা করে ডাক্তার হবেন ,ইন্জিয়ার বা ব্যবসায়ী হবেন। অনেকে আবার স্বপ্ন দেখেন রাজনীতি করে খুব অল্প সময়ে অনেক বড় কিছু হবার। অনেকেই অবার বংশ সূত্রে পাওয়া নানা ব্যবসা যেমন- মুদি দোকান, দর্জি, রেস্টুরেন্ট ইত্যাদি তে নিজেকে সীমাবদ্ধ রাখেন। অনেকে অবার দেশের বাহিরে নিজেকে নিয়ে পরিকল্পনা করেন।

সব কিছু মিলে জীবনটা গড়ে উঠে ব্যক্তির স্বপ্ন,  সিদ্ধান্ত ও কর্মের উপর।

আপনার স্বপ্ন যদি হয় একটি সুন্দর জীবন ব্যবস্থা, সে আলোকে আপনাকে কাজ করতে হবে। আবার আপনার পরিকল্পনা যদি হয় মানুষকে ঠকানো, প্রতারণা বা ক্ষতি করা; তবে আপনার জীবনটা এ পথেই গড়ে উঠবে।

পৃথিবীতে আসলে মানুষের নিয়ন্ত্রণে যা কিছু আছে তার সব কিছুই আমরা করতে পারি। যেমন-ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, বিল গেটস; তারা যা কিছু আমাদের উপহার দিচ্ছে; তা আপনি ও আমি সবাই করার সক্ষমতা রাখে। পাথর্ক্য হচ্ছে আমাদের চিন্তা শক্তি’র।

আপনি যদি মার্ক জুকারবার্গকে ফলো করে কাজ করেন, স্টাডি করেন। আপনিও অনুরূপ কিছু করতে পারবেন। তার সম পর্যায়ের না হলেও অন্তত সম শ্রেণির কিছু করতে পারবেন।

প্রয়াত ঢাকা সিটির মেয়র আনিসুল হক এক বক্তব্যে বলেছিলেন- মানুষ স্বপ্নের চেয়েও বড়। তা আসলেই সত্য ও প্রমাণিত। আপনার শক্তি নয়, অর্থ নয় এমনকি যোগ্যতাও নয়; শুধুমাত্র আপনার স্বপ্ন ও সিদ্ধান্ত আপনাকে উচ্চতার সর্বোচ্চ শিখরে পৌছাতে সক্ষম।

যেমন- আপনার স্বপ্ন ডাক্তার হওয়া। এ স্বপ্ন যখন আপনার চুড়ান্ত সিদ্ধান্ত হবে, আপনাকে বিজ্ঞান বিভাগে পড়াশুনা করা এবং মেডিকেলে ভর্তি হওয়া; এসব স্বপ্ন আপনাকে সফলতার পথে নিয়ে যাবে।

সুতরাং সুন্দর স্বপ্ন দেখুন, যৌক্তিক সিদ্ধন্ত নিন, সে আলোকে চেস্টা করুন; আপনিও সফল হবেন।

-ইমরুল কায়েস

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com