ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজা ও লেবাননে গণহত্যা বন্ধে জাবিতে বিক্ষোভ সমাবেশ

বার্তা বিভাগ
অক্টোবর ৮, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

জাবি প্রতিনিধি
গাজা ও লেবাননে দখলদার ইসরায়েল এর বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (৭ অক্টোবর) দুপুর ১টায় শহিদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, গত বছরের ৭ই অক্টোবর ফিলিস্তিনে অবৈধ রাষ্ট্র ইসরায়েল হামলা শুরু করে। শিক্ষা-প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কোনো কিছুই রেহাই পায়নি ইসরায়েল এর হামলা থেকে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তারা নানা মিথ্যা অযুহাতে গাজায় হাজার হাজার মানুষ হত্যা করেছে। অবৈধ কারণ দেখিয়ে লেবাননে হামলা শুরু করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় অবৈধ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে নিরীহ ফিলিস্তিন ও লেবাননের মানুষদের রক্ষা করতে বিশ্ব নেতাদের আহ্বান জানান শিক্ষার্থীরা।

পদার্থবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী ৫২তম ব্যাচের শিক্ষার্থী তসবির সরদার বলেন, ‘ফিলিস্তিনে চলমান ইসরাইলের আগ্রাসন অনতিবিলম্বে বন্ধ করতে হবে। বাস্তুচূত ভূমিহীন সকল ফিলিস্তিনিদের ভূমির মালিকানা ফিরিয়ে দিতে হবে। কোন প্রকার শর্ত ছাড়া যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। ইসরাইল যে সকল বেসামরিক স্থাপনায় হামলা করেছে বিশ্ব নেতাদের তার মীমাংসা করতে হবে। আমরা বলতে চাই আমরা আর কোনো গণহত্যা চাই না’।

বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ইউসুফ আলী বলেন, ‘দখলদার ইজরায়েলের বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের আপামর জনসাধারণ সবসময়ই ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্ববাসীদের আহ্বান জানাই তারাও যেন মজলুম ফিলিস্তিনের পাশে থাকে। এবং অনতিবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করে।

পদার্থবিজ্ঞান বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী ইমু হোসেন বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা শুরু করার এক বছর পূর্তি উপলক্ষ্যে আজকের এই প্রতিবাদ সমাবেশ। আমরা বিশ্বের ক্ষমতাধর নেতাদের ইসরায়েলের এই বর্বর হামলা বন্ধের আহ্বান জানাই। নতুন করে লেবাননে ইসরায়েল যে হামলা শুরু করেছে অতিসত্বর তা যেন বন্ধ করা হয়। এ ব্যাপারে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছি’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]