ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ সখিপুর শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত

বার্তা বিভাগ
অক্টোবর ৮, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

শাহীন আহমেদ, শরিয়তপুর প্রতিনিধি:

আজ বুধবার (৮ অক্টোবর) দীর্ঘ ১৬ বছর পর সখিপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশ সখিপুর শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সখিপুর থানা শাখার উদ্দ্যোগে গণ সমাবেশ আয়োজন করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর।

তিনি বলেন, বিগত যত সরকার বাংলাদেশের শাসন করেছেন গুম খুন অত্যাচার করেছে। আমরা এ বি সি সরকার চাই না। আমরা ইসলাম কোরআনের আলোকে দেশ পরিচালনা করতে চাই। একরার ইসলামি আন্দোলন বাংলাদেশ দেশ পরিচালনার সুযোগ চাই।

উক্ত সমাবেশে এ্যাড: মুহাম্মদ মানিক মিয়া সরদার বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার সখিপুর মাটিতে ইসলামি আন্দোলন বাংলাদেশের কোন মিটিং মিছিল সমাবেশ করতে দেওয়া হয় নাই।  কিন্তু আজ তারা কোথায়?  তারা পালিয়ে গেছে?

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডাঃ মুহাম্মদ রাশেদ হোসেন সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ সখিপুর থানা শাখা।

গণ সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা শওকত আলী উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শরিয়তপুর জেলা শাখা, মাওলানা আনোয়ার আল-নোমান সহ-সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখা,মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি, ইসলামি আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা, মাওলানা কারামত আলী, ছদর, দ্বীনি সংগঠন, সখিপুর থানা শাখা, মাওলানা মোহাম্মদ উল্লাহ, সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম, সখিপুর থানা শাখা, মুহাম্মদ ইমন সরদার, সভাপতি, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, সখিপুর থানা শাখা, মুফতি তোফায়েল আহমেদ কাসেমী সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখা, এ্যাড. মুহাম্মদ মানিক মিয়া সরদার, সহ-সভাপতি, কেন্দ্রীয় ইসলামি আইনজীবী পরিষদ, মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক, ইসলামি আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা, মুফতি মুহাম্মদ তাওহীদুল ইসলাম, আহ্বায়ক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সখিপুর থানা শাখা, মাওলানা তাবজিলুর রহমান, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সখিপুর থানা শাখা, মুহাম্মদ মানিক মিয়া মোল্লা, সভাপতি ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ সখিপুর থানা শাখা, এবং ওলামায়েকেরাম ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com