ঢাকা৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নাছিম আহমেদ : আসন্ন শারদীয় দূর্গাপূজা যথাযথ মর্যাদায় উৎযাপন উপলক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে এই আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এর সভাপতিত্বে শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, ক্যাপ্টেন আহবাব ফাহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান সরকার, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান শামীম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাউসার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি উজ্জ্বল দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রাজন রায়, প্রমুখ।

উল্লেখ্য, এ বছর শিবপুর উপজেলায় ৬৭ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]