ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাত বছর অতিক্রম হলেও পার হয়নি স্নাতকের গন্ডি

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

পিয়াস খান,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭ বছর অতিক্রম হয়ে গেলেও সম্পূর্ণ হয়নি এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক । একই চিত্র দেখা যায় বিভাগের অন্যান্য শিক্ষাবর্ষেও। তাই চার বছরের স্নাতক এবং ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিজ্ঞান অনুষদ এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞান অনুষদ ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে বিভাগটির শিক্ষার্থীরা। এসময় তারা একদিনের মধ্যে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতকের ফলাফল প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার প্রবর্তন ও বাস্তবায়ন, সেশনজট নিরসন এবং শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনাসহ ১৫ দফা দাবি উত্থাপন করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে ১ ঘণ্টা বৈঠক শেষে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এ ব্যাপারে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৃত্তিকা দাশ দূর্বা জানান, আমাদের বিভাগে স্নাতকোত্তর চালু নেই। এ কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানে আমাদের স্নাতকোত্তর করতে হয়। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে আবেদনের সময়ও প্রায় শেষ। অথচ পরীক্ষা দেয়ার প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও এখনো আমাদের স্নাতকের ফলাফল প্রকাশিত হয়নি। ৪ বছরের স্নাতক ৭ বছরেও শেষ হচ্ছে না! আমরা গত গ্রীষ্মকালীন (এপ্রিল-সেপ্টেম্বর) স্নাতকোত্তর সেশনে ভর্তি হতে পারিনি, এখনও যদি আমাদের রেজাল্ট না দেয়া হয় তাহলে শীতকালীন (অক্টোবর-মার্চ) সেশনেও আমরা ভর্তি হতে পারবো না। ফলে আমরা আবারও পিছিয়ে যাবো।

এ ব্যাপারে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত হাসান জানান, আমরা ৫ বছর ৭ মাস পরে এসেও ৪ বছর মেয়াদি স্নাতকের ৮ম সেমিষ্টারের ক্লাস করছি। গত ২৩ এপ্রিলে আমাদের ৭ম সেমিস্টারের পরীক্ষা শেষ করার ৬ মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশিত হয়নি। ৮ম সেমিস্টারের ক্লাস-পরীক্ষাও ঠিকমতো চলছে না৷ অথচ আমাদের শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা স্নাতক শেষ করেছে অনেক আগেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]