ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবিলম্বে সকল রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সব ধরনের দলীয় ও লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ এবং অবিলম্বে জাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক আহসান লাবিবের সঞ্চালনায় শিক্ষার্থীরা বক্তব্য দেন।

এসময় সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের (৩য় বর্ষ) শিক্ষার্থী জিয়াউদ্দীন আয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৭০০ একরে আমরা রাজনীতি দেখতে চাই না। আমরা ২৪ গণঅভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট হতে দিবো না। ছাত্রলীগকে বিতাড়িত করতে আমাদের সময় লাগেনি। আবার যদি ক্যাম্পাসে কোনো দল লেজুড়বৃত্তিক রাজনীতি করার পাঁয়তারা করে, তাদেরকেও বিতাড়িত করতে আমাদের সময় লাগবে না। এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, তা নির্ধারণ করবে বর্তমান শিক্ষার্থীরা। সেই সঙ্গে বলতে চাই, আমরা কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি চাই না। আমরা নব নিযুক্ত উপাচার্যের কাছে আহ্বান জানাতে চাই, দ্রুত ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতি নিষিদ্ধ করে জাকসু নির্বাচনের ব্যবস্থা করুন।’

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি আমাদের কি দিয়েছে? এরা কখনো ছাত্রদের অধিকারের বিষয়ে কথা বলেনি। ক্যাম্পাসের কল্যাণে কোনো কাজ করেনি। এই রাজনীতি শিক্ষার্থীদেরকে মাদকাসক্ত করেছে। গণরুমের মতো নোংরা সংস্কৃতি তৈরি করেছে। পাশাপাশি দলীয় শিক্ষক রাজনীতি আমাদের শরীরে বুলেট উপহার দিয়েছে। এই রাজনীতি আমরা চাই না। আমরা বুঝতে পেরেছি ক্যাম্পাসে সবরকম দলীয় রাজনীতি বন্ধ হলে, ক্যাম্পাস নিরাপদ থাকবে। তাই ভিসি মহোদয়কে বলতে চাই যত দ্রুত সম্ভব সিন্ডিকেটে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করেন এবং জাকসু নির্বাচনের ব্যবস্থা করুন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]