ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা : গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শুক্রবার বিকেলে অবরোধ কর্মসূচি পালিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা বামনডাঙ্গার আহবানে এ কর্মসূচিতে হাজার হাজার মানুষের ঢল নামে।

ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টা ৩৫মিনিটে বামনডাঙ্গা এসে পৌঁছিলে ছাত্র-জনতা ট্রেনটিকে অবরোধ করে দাবী আদায়ের লক্ষ্যে হাজার হাজার ছাত্র- জনতা বিক্ষোভ করতে থাকে।

এসময় সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো: তরিকুল ইসলাম ও সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুর আলম স্টেশনে আসার পর ছাত্র-জনতা তাদের অবরূদ্ধ করে। পরে ওনারা ট্রেন বিরতির দাবীতে ছাত্র- জনতার সাথে একাত্নতা ঘোষনা করেন। উপজেলা নিবার্হী অফিসার নিজ উদ্যোগে রেলওয়ের সচিব সহ উচ্চ পদস্ত কর্মকতার্দের সঙ্গে মুঠোফোনে যোগাযো্গ অব্যাহত রাখেন। অপর দিকে বিক্ষোভ সমাবেশে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতীর ১ দফা দাবীর ন্যায্যতা ও যৌক্তিকতা নিয়ে বক্তব্য রাখেন আন্দোলন কমিটির ছাত্র সমণ্বয়ক মো: সাব্বির আহমেদ, আবু রায়হান, আশরাফুল ইসলাম আশিক, আমানুল্লা আমান, মেহেদী হাসান সেতু, রাসেল প্রামানিক, মেহেদী হাসান, রেজওয়ান খান রুদ্র, ফাহিম প্রামানিক প্রমুখ।

রাত ৯টার সময় উপজেলা নিবার্হী অফিসার মো: তরিকুল ইসলাম সমবেত ছাত্র- জনতার উদ্দেশ্যে বলেন, মুঠোফোনে রেলওয়ের মহা পরিচালক শাহাদত আলী ট্রেনটির যাত্রা বিরতীর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার অফিসিয়াল ভাবে বিস্তারিত জানানো হবে।

রেলওয়ের উচ্চ পদস্ত কর্মকতার্দের প্রতিশ্রুতিতে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। আটকে পড়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টা ৪৫মিনিটে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]