ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ জাবিতে যোগদান করবেন নবনিযুক্ত উপাচার্য

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

জাবি প্রতিনিধি

আজ রবিবার ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড কামরুল আহসান দায়িত্ব গ্রহণ করবেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (রুটিনদায়িত্ব) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে জানানো হয়, ০৮ সেপ্টেম্বর ২০২৪ (রবিবার) সকাল ১০:০০ টায় অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে যোগদান করবেন। যোগদান পরবর্তী মাননীয় উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের সঙ্গে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপ্তিতে আরও জানানো হয়, আলোচনা শেষে মাননীয় উপাচার্য বেলা ১২:০০ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক নবনির্মিত ছাত্র-জনতা শহীদ স্মৃতিস্তম্ভে (পুরনো ফজিলাতুন্নেসা হল সংলগ্ন) এবং ১২:১৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। অতঃপর তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা করবেন।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক ড কামরুল আহসানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]