জাবি প্রতিনিধি
আজ রবিবার ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড কামরুল আহসান দায়িত্ব গ্রহণ করবেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (রুটিনদায়িত্ব) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে জানানো হয়, ০৮ সেপ্টেম্বর ২০২৪ (রবিবার) সকাল ১০:০০ টায় অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে যোগদান করবেন। যোগদান পরবর্তী মাননীয় উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের সঙ্গে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপ্তিতে আরও জানানো হয়, আলোচনা শেষে মাননীয় উপাচার্য বেলা ১২:০০ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক নবনির্মিত ছাত্র-জনতা শহীদ স্মৃতিস্তম্ভে (পুরনো ফজিলাতুন্নেসা হল সংলগ্ন) এবং ১২:১৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। অতঃপর তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা করবেন।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক ড কামরুল আহসানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।