ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নব আহ্বায়ক কমিটি গঠন

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শাহীন আহমেদ , শরীয়তপুর জেলা প্রতিনিধি:

শরীয়তপুর জেলার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার ২৯শে আগস্ট দুপুর সাড়ে ১২ টা ৩০ মিনিটের সময় এক সাধারণ সভায় আগের কমিটি বিলুপ্ত করে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

উক্ত সাধারণ সভা শেষে শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অফিসে ১৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ।

সর্ব সম্মতিক্রমে ঘোষিত শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক হয়েছেন এনটিভির জেলা প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, যুগ্ন-আহবায়ক চ্যানেল২৪ এর প্রতিনিধি নুরুল আমিন রবিন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো.মাহবুবুর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি বিএম ইস্রাফিল এবং গাজী টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি মো.মানিক মোল্যা।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডিবিসি নিউজ এর শরীয়তপুর জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মো.ছগির হোসেন, যমুনা টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধি শাকিল আহম্মেদ, আরটিভির শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজী, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ফারুক আহম্মেদ মোল্যা, গ্লোবাল টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, নাগরিক টিভির শরীয়তপুর প্রতিনিধি শাহাদাৎ হোসেন হিরো, দীপ্ত টিভির শরীয়তপুর প্রতিনিধি সালাউদ্দিন রুপম সহ আরো অনেকেই।

এসময় চ্যানেল আই এর শরীয়তপুর জেলা প্রতিনিধি এসএম মজিবুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের তথা বিটিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান(রিপন), শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও এটিএন বাংলা ও এটিএন নিউজ এর শরীয়তপুর জেলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ ও সাবেক সাধারণ সম্পাদক বাংলাভিশন এর শরীয়তপুর প্রতিনিধি শহিদুজ্জামান খান সহ জেলার ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]