ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাওঁয়ে রাতের আঁধারে এক বিঘা জমির মরিচ গাছ কেটে দেওয়ার অভিযোগ 

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল মোমেন,রুহিয়া, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ক্ষেতের মরিচ গাছ কেটে বিনষ্ট করছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রুহিয়া   থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রেজাউল করিম হিমেল।

ক্ষতিগ্রস্ত কৃষক হিমেল  ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার  আখানগর ইউনিয়নের খেকিডাঙ্গা গ্রামের বাসিন্দা।

হিমেল জানান, আমি ৩০ শতাংশ জমিতে এগ্রো ওয়ান কোম্পানির নাগা ফায়ার মরিচ চাষ করেছি। গত ৫২ থেকে ৫৩ দিন মাথায়  আমার মরিচের ফল আসা শুরু করছে। ও মরিচ ক্ষেতে মরিচের ফলন বাজার জাত করার উপযোগী হয়। আমার এই মরিচ ক্ষেতে এখন পর্যন্ত প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়। আর এই মরিচ গাছ ২ বছর মেয়াদি। আমার অনেক আশা ছিলো যে এই মরিচ ক্ষেত থেকে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা আয় হবে।  কিন্তু কিছু দুস্কৃত কারি আমার এই ক্ষতি টা করছে। যেটা মেনে নেওয়ার মত না। আমার জানামতে কারো কোন দিন ক্ষতি করিনি আমি।

এই সময় তিনি আরো বলেন, আমার একটাই অপরাধ আমি বিএনপি করি আর হয়তো এই বিএনপি করার কারণেই আওয়ামী লীগের কিছু দুস্কৃতিকারি এই কাজটা করছে বলে আমার বিশ্বাস। এ ছাড়া আমার কোন শত্রু নেই। আর এই রাজনীতি করার কারনে আজ এই ক্ষতি সাধন আমার বলে জানান তিনি।

তিনি আরও বলেন আমি এ বিষয় রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এই বিষয়ে স্থানীয় একাধিক লোকজন বলেন, হিমেল মানুষ হিসেবে অনেক ভালো আমাদের জানামতে সে  কারোর কোন দিন কখনো একটা ক্ষতি করেনি আর আমাদের বিশ্বাস হয়তো এই রাজনীতি করার কারণে হিমেল এর এই ক্ষতি সাধন টা হয়েছে।

এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, হিমেল এর মরিচ ক্ষেত নষ্ট করার বিষয়টি আমি এখনেই মুঠোফোন জানলাম।

আসলে এই বিষয়ে আগে আমি কোন কিছুই জানতাম না। এখন আমি মরিচ ক্ষেতটি দেখতে যাবো আর দেখে শুনে অবশ্যই যে এই কাজটি যে  করছে তাদেরকে খুজে বের করার চেষ্টা করবো।

এবিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল জানান,  ভুক্তভোগী কৃষক রেজাউল করিম হিমেলের থানায় একটি  লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে এর সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]