ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় পিকআপ ভ্যানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি পিকআপ ভ্যানের ভেতর থেকে ১১৭ বোতল ফেনসিডিল জব্দ করছে র‍্যাব। একই সাথে রাজ্জাক মিয়া (৫৪) নামের এক মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে র‍্যাব ১৩, সিপিসি ৩ এর গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি রাজ্জাক মিয়া বগুড়া সদর উপজেলার মালগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ী উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বাঁশকাটা এলাকায় একটি পিকআপ ভ্যান তল্লাশি করা হয়। এতে ১১৭ বোতল ফেনসিডিলসহ গাড়িটি জব্দ করা হয়েছে। এই মাদকের সাথে জড়িত আব্দুর রাজ্জাকে গ্রেফতার করা হয়

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা দিয়ে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এই আসামির বিরুদ্ধে অন্যন্য থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]