ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ১১৮ বোতল ফেনসিডিলসহ দুই নারী গ্রেফতার

বার্তা বিভাগ
আগস্ট ২৭, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আবু কায় সার শিপলু : গাইবান্ধায় ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে বোনারপাড়া (জিআরপি) রেলওয়ে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতাররা বগুড়া সদর উপজেলার মালগ্রামের উত্তরপাড়া এলাকার ফারুক শেখের স্ত্রী লিখমা বেগম (৪৮) ও একই উপজেলার গাবতলার সিদ্দিকের মোড় এলাকার মৃত আব্দুস সাত্তারের মেয়ে আনিছা বেগম (৫৫)।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন বোনারপাড়া (জিআরপি) রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা রেলস্টেশন থেকে ওইসব ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, সোমবার রাতে লালমনিরহাট-শান্তাহারগামী করতোয়া এক্সপ্রেসে ওই দুই নারী যাত্রীকে দেখে সন্দেহ হয় জিআরপি পুলিশের। পরে ট্রেনটি গাইবান্ধা রেল স্টেশনে পৌঁছালে অভিযান পরিচালনা করে নারী পুলিশ সদস্যদের দিয়ে তল্লাশি করা হয়। এসময় ওই দুই নারী যাত্রীর শরীরে বিশেষ কায়দা রাখা ১২৮ বোতল ফেনসিডিল জব্দসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]