ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতে শিশুকে যৌন হয়রানির অভিযোগ; বিক্ষোভ ঠেকাতে বন্ধ রাখা হয় ইন্টারনেট

বার্তা বিভাগ
আগস্ট ২২, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ভারতের মুম্বাই রাজ্য বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বুধবার দ্বিতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ হয় সেখানে ।

নার্সারির ওই দুই শিশুকে স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে স্কুলে ভাঙচুর চালায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

এছাড়া অভিযুক্তের কঠোর শাস্তি দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করে জনতা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ এবং বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে ভারতজুড়েই প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এর মধ্যেই মুম্বাইয়ের বলদাপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে এই বিক্ষোভের খবর এল।

জানা গেছে, গত ১৬ আগস্ট ২৩ বছর বয়সী একজন পুরুষ পরিচ্ছন্নতাকর্মী মহারাষ্ট্রের একটি ইংরেজি মিডিয়াম স্কুলের টয়লেটে ওই দুই শিশুকে যৌন নির্যাতন করেন। এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: দ্য হিন্দু

দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ভারতের মুম্বাই রাজ্য বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বুধবার দ্বিতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ হয় সেখানে ।

নার্সারির ওই দুই শিশুকে স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে স্কুলে ভাঙচুর চালায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

এছাড়া অভিযুক্তের কঠোর শাস্তি দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করে জনতা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ এবং বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে ভারতজুড়েই প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এর মধ্যেই মুম্বাইয়ের বলদাপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে এই বিক্ষোভের খবর এল।

জানা গেছে, গত ১৬ আগস্ট ২৩ বছর বয়সী একজন পুরুষ পরিচ্ছন্নতাকর্মী মহারাষ্ট্রের একটি ইংরেজি মিডিয়াম স্কুলের টয়লেটে ওই দুই শিশুকে যৌন নির্যাতন করেন। এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: দ্য হিন্দু

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]