বরিশাল প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় ভিজিডি কার্ডের চাল বিতরণে
ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে।
শনিবার সকালে পূর্ব নিধারিত সময় অনুযায়ী বড়জালিয়া ইউনিয়ন পরিষদের
ভিজিডি কার্ডের চাল বিতরণ করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ
এনায়েত হোসেন হাওলাদার।তখন কিছু কার্ডধারী ব্যক্তিরা চালের বস্তায় হাতের
সেলাই দেখে সন্দেহ হয়।পরে পরিষদের পাশে উপজেলা সদর টেকের বাজার দোকানে
গিয়ে চাল পরিমাপ করে। সেখানে প্রতিটা চালের বস্তায় ৩০ কেজির পরিবর্তে ২২
থেকে ২৫ কেজি পরিমানের চাল রয়েছে।
এ সংবাদ পরিষদের সকল কার্ডধারীদের মধ্যে ছড়িয়ে পরলে ২ শতাধিক বিজিডি
কার্ডধারী চাল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সামনে অবস্থান
নেন এবং চাল কম দেওয়ার বিষয়ে বিচারের দাবী করেন।
এ ঘটনা শুনে তৎক্ষনিক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু
সিকদার,উপজেলা সহকারী কমিশনার ভুমি ইয়াসিন সাদেক উপজেলা মাঠে গিয়ে
কার্ডধারীদের সাথে কথা বলেন।
ভিজিডি কার্ডধারী খোরশেদ আলম ও রুবেল বেপারী জানায় যখন চালের বস্তার মুখ
হাতের সেলাই দেখেছি তখনি সন্দেহ হয়েছে। তাই ওজন দিয়ে দেখি চাল ২৩ কেজি।
চাল কম দেওয়ার বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার
জানায়- অনেক বিজিডি র্কাধারীদের চাল ওজন দেওয়া হয়েছে। সকল বস্তায় ৬ থেকে
৮ কেজি পরিমানে চাল কম রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। এমনটা আশ্বাস দিয়েছেন-
উপজেলা সহকারী ভুমি কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।