আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সারা দেশে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গাইবান্ধায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আইনজীবী ও পেশাজীবী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে নিপীড়ন বিরোধী নাগরিক সমাজ গাইবান্ধার আয়োজনে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা এই সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন, অধ্যাপক (অব.) মাজহারুল মান্নান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা শাখার সমন্বয়ক মঞ্জুরুল আলম মিঠু, নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক রোকেয়া খাতুন, গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সদস্য শামীম আরা মিনা প্রমুখ।
মিছিলটি গানাসাস মার্কেটের সামনে থেকে ডিবি রোডের পৌর পার্কের মোড়ে গিয়ে ইউটার্ন নিয়ে আবার ওইখানে এসে শেষ হয়। পরে সেখানে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।