ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিগঞ্জের পুলিন বাবুর হাট থেকে রামনগর মোড় পর্যন্ত সড়কটির বেহাল দশা

বার্তা বিভাগ
আগস্ট ৩, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার(স্টাফ রিপোর্টার) কালিগঞ্জ সাতক্ষীরা: কালিগঞ্জ উপজেলার পুলিন বাবুর হাট খোলা থেকে রামনগর মোড় পর্যন্ত সড়কটির বেহাল দশা হয়ে পড়েছে। শনিবার ( ০৩ আগষ্ট) সকাল ১০ টার সময়ে সরো জমিনে গিয়ে দেখা যায়। সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে চলমান বর্ষায় ছোট বড় গর্তে জল জমে রয়েছে। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছেন।
টানা ভারী বর্ষনের কারণে সড়কটিতে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণসহ বিভিন্ন যানবাহন চালকরা।

এদিকে এই সড়কের দুই পাশ গত পাঁচ মাস আগে ভেকু দিয়ে প্রায় দেড় থেকে দুই ফুট গভীর করে রেখেছে।সড়কটি সংস্কারের কাজ চলমান থাকলেও বালু ভরাট না দেওয়ার কারণে অতি বর্ষার জল জমে যেনো খালে পরিণত হয়েছে।

স্থানীয়রা ও বিভিন্ন যানবাহন চালকরা বলেন আমাদের এমনিতে সড়কটি ছোট বড় গর্তের কারণে চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। আবার সড়কের দুই পাশ খুঁড়ে রাখার কারণে বর্তমান সড়কটি চিকন হয়ে গেছে। যে কারণে একটি মালবাহী গাড়ি আসলে অপর দিক থেকে একটি মোটর ভ্যান, ইজিবাইক পাশ দিয়ে যাওয়া সম্ভাব হচ্ছে না, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

এ বিষয় ঠিকাদারদের সাথে কথা বললে তিনি বলেন চলমান বর্ষার কারণে বালু সংকটে পড়েছি যে কারণে কাজের একটু বিঘ্ন সৃষ্টি হচ্ছে তবে খুব দ্রুত বালু ভরাট দিয়ে সড়কটি সংস্কার করার চেষ্টা চলছে। এদিকে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়কে চলাচলকারী ইজিবাইক, মোটর ভ্যান, মোটরসাইকেল এবং মালবাহী ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন। এমনতাবস্থায় সড়কটি দ্রুত সংস্কারের বিষয়টি দেখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বিভিন্ন এলাকার পথচারী সহ সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]