ঢাকা২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হিজলায় সুফিয়ান সরদার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

বার্তা বিভাগ
আগস্ট ১, ২০২৪ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

হিজলা(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় ২নং মেমানিয়া ইউনিয়নের যুবলীগ
নেতা সুফিয়ান সরদারের হত্যাকারী আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার সময় উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরদূর্গাপুর গ্রামে
সুফিয়ান সরদারের বাড়ির সামনে সড়কে এ মানববন্ধর হয়।

উল্লেখ্য,গত ২৪ শে জুলাই রাত অনুমানিক ১০ টার সময় স্থানীয় দুই গ্রুপের আধিপাত্য বিস্তার কে কেন্দ্র করে সুফিয়ান সরদারকে কুপিয়ে আহত করে।

পরে উপজেলা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে মুলাদীরতে মৃত্যু হয়।

এ ঘটনায় পরের দিন সুফিয়ানের বাবা জামাল সরদার বাদী হয়ে ৩৪ জন কে আসামী
করে হিজলা থানায় একটি হত্যা মামলা করেন। তৎক্ষনিক একজন আসামীকে আটক
করে এবং বাকি আসামীরা আত্মগোপনে চলে যায়।

ঘটনার সাতদিন অতিবাহিত হলে স্থানীয় লোকজন নিয়ে মেমানিয়া ইউপি
চেয়ারম্যান ও সদস্যরা সুফিয়ান হত্যার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেন।
মানববন্ধনে আসামীদেও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন-মেমানিয়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন
সম্পাদক অলি উদ্দিন, ইউপি সদস্য নোমান সরদার, নিহত সুফিয়ানের মা ও ভাই
পারভেজ সরদার।

মেমানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নোমান সরদার তার বক্তবে বলেন, সুফিয়ান সরদার
আমার ভাগ্নে।গত এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। এ
ঘটনায় মামলা হলে থানাপুলিশ আসামীদের আটক করছে না। বরং আমাকে হিজলা
থানার ওসি হুমকি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com