ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

হিজলায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচা‌ ভাতিজার মারামারি, আহত ৩

বার্তা বিভাগ
আগস্ট ১, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হিজলা(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের হিজলায় মাছ ধরাকে কেন্দ্র চাচা ভাতিজারা
মারামারি করে।এতে উভয় পক্ষের ৩ জন আহত হয়।আহতরা হলেন চাচা আক্তার
সিকদার,ভাতিজা হান্নান সিকদার ও তার স্ত্রী।গুরুতর আহত চাচা আক্তার সিকদারকে
উপজেলা স্বাস্থ্যেকমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম প্রেরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার সময় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর
গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানাযায় আক্তার সিকদার কালিকাপুর সুইসগেটে দীর্ঘদিন জাল
দিয়ে মাছ ধরে করে জীবিকা নির্বাহ করে আসছে।

ঘটনার দিন তার আপন ভাই ছাত্তার সিকদারের ছেলেরা সুইসগেটে মাছ ধরতে জাল পাতেন।

এনিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার শুরু হয় এর এক পর্যায়ে মারামারি ও হয়।

গুরুতর আহত আক্তার সিকদারের স্ত্রী জানায় আমার স্বামীকে হত্যার উদেশ্য তার
ভাতিজারা মারপিট করে।

ঐ স্থানে প্রায় ২০ বছর যাবৎ মাছ ধরে আসছে আমার স্বামী।

আজ হঠাৎ সেখানে জোড় পূর্বক জাল পেতে আমাদের মাছ ধরতে বাধা সৃষ্টি করে।

অপরদিকে অভিযোগ এনে হাসপাতালে চিকিৎসাধীন ছত্তার সিকদারের ছেলে হান্নান জানায়, দীর্ঘদিন চাচা সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।

তাই সকালে বাসার থেকে যাওয়ার পথে চাচা আমাদের উপর হামলা করে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর জানান,  এ ঘটনায় এখন পর্যন্ত কোনো
অভিযোগ আসেনি।

তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com