হিজলা(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের হিজলায় উপজেলায় বজ্রপাতে নিহত দুই পরিবারের হাতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় প্রকপ্ল বাস্তবায়ন অফিস- হিজলা থেকে সরকারি আর্থিক অনুদানের চেকটি বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত বছর উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চরকিল্লা গ্রামের আবুল কালাম রাড়ীর ছেলে মাসুদ (১৪) বাড়ী, হরিনাথপুর ইউনিয়নের ৯ নং ওর্য়াডের গোলাম আলী মোল্লার ছেলে মোশারফ মোল্লা (৫০) গত ৪
মাস আগে বজ্রপাতে নিহত হয়েছেন।
তাই ১ ই আগষ্ট বৃহস্পতি সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, উপজেলা প্রকপ্ল বাস্তবায়ক অফিসের উদ্যোগে, সোনালী ব্যাংক হিজলা শাখার মাধ্যমে দুই পরিবারের প্রতি পরিবার কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
এই ব্যাংক চেক গ্রহনের সময় ভূক্তবোগী পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রীর কে ধন্যবাদ জানান।
দুই পরিবারের হাতে চেক তুলে দেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।