ঢাকা১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

হিজলায় কোটা বিরোধী মিছিলের চেষ্টা; উপজেলা চেয়ারম্যানের আশ্বাসে মিছিল স্থগিত

বার্তা বিভাগ
জুলাই ১৮, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

হিজলা(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের হিজলা সরকারী কলেজের ছাত্রছাত্রীরা সারাদেশের ন্যায়  সকাল ১০ঘটিকায় কোটা বিরোধী আন্দোলনের প্রস্তুতি নেয়। সে লক্ষে উপজেলার বিভিন্ন স্থান থেকে এসে কলেজের ছাত্র/ছাত্রীরা ক্যাম্পসে অবস্থান করেন।

তখন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত
চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদারের আশ্বাসে বিক্ষোভ মিছিল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলা হিজলা সরকারী কলেজ শহীদ মিনার চত্তরে প্রায় দুই শতাধিক ছাত্র/ছাত্রীরা একত্রিত হয়।

হিজলা থানা পুলিশ ঘটনাস্থানে গিয়ে মিছিলে বাধা সৃষ্টি করে।

তখন ছাত্রছাত্রীরা কলেজের প্রধান সড়কে অবস্থান নেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার পরিষদের যাওয়ার পথে সামনে পড়েন।

তখন ছাত্রছাত্রীদের ডেকে বলেন, আমি ও তোমাদের সাথে কোটা বিরোধীতে একমত।

আমি এক সময় শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের নেতা ছিলাম।

তোমাদের অধিকার আদায়ে আমি একমত তবে তোমরা ধৈর্যধর এবং অপেক্ষা কর।

আশা করি আদালত তোমাদের পক্ষে রায় দিবে। তিনি ছাত্রছাত্রীদের শান্তনা দিয়ে বিভিন্ন উপদেশ দেন।
তখন ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল না করে বাড়িতে ফিরে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com