ঢাকা১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জাবিতে কলা অনুষদের বৃক্ষরোপন কর্মসূচি পালন

বার্তা বিভাগ
জুলাই ১৫, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কলা ও মানবিকী অনুষদের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ জুলাই) অনুষদের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচির উদ্ভোধন ঘোষণা করা হয়। আজ রোববার অব্দি এই কর্মসূচির আওতায় ১২০ টি গাছ রোপন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ এলাকা, স্কুল কলেজ এলাকা, পরিবহন ডিপো চত্ত্বর, শিক্ষক-কর্মকর্তা ক্লাব, বিশমাইল এলাকাসহ বিভিন্ন এলাকায় এ বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়াও নতুন কলা ভবনের পাশের পরিত্যাক্ত ভূমিতে গাছ রোপনের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

রোপণকৃত গাছগুলোর মধ্যে ছিল শিমুল, কনকচূড়া, হিজল, আম জাম কাঠাল, লিচু, পলাশ, বকুল, জাম্বুরা, অর্জুন, নিম, কৃষ্ণচূড়া, বেল, রুপচম্পল ইত্যাদি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম ইউসুফ হাসান বলেন, আমাদের পূর্বেই পরিকল্পনা ছিল যে আমরা ক্যাম্পাসে বেশকিছু গাছ রোপন করব। এরই ধারাবাহিকতায় আমরা শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বসেছি এবং কথা বলেছি। আমরা শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণিদের জন্য বসবাসের উপযোগী এবং ফলজ গাছ রোপন করছি। যা সামনেও অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক খালিদ কুদ্দুস বলেন আমরা ইতমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফাঁকা স্থানে ১০০ টির অধিক গাছ রোপন করেছি। প্রশাসনের অনুমতি সাপেক্ষে নতুন কলার ব্যাংকের পাশে এবং মীর মশাররফ হোসেন হলের রাস্তায় আমরা আরও প্রায় ১০০ টি গাছ রোপন করতে চাচ্ছি। অনুষদের অধিকাংশ শিক্ষক শিক্ষার্থীদের সাথে সমন্বয় করেই আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আমরা সামনের দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com