ঢাকা২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জাবিতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটি ঘোষণা

বার্তা বিভাগ
জুলাই ১৪, ২০২৪ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের এক দফা দাবি আদায়ে সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১৩ জুলাই) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। ৩৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটিতে ২৪ জন সমন্বয়ক এবং ১৪ জন সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী কনোজ কান্তি রায়, ৪৭তম ব্যাচের আরিফ সোহেল, মাহফুজ ইসলাম মেঘ, আব্দুর রশিদ জিতু, রূদ্র মুহাম্মদ সফিউল্লাহ, রুকাইয়া জান্নাত, ৪৮তম ব্যাচের জাহিদুল ইসলাম ইমন, হাসিব জামান, সাইয়েদা মেহের আফরোজ শাওলি, মিশু খাতুন, ফাহমিদা ফাইজা, রাফিদ হাসান রাজন, জাহিদুল ইসলাম, হাসান উর রহমান সুমন, ৪৯তম ব্যাচের তৌহিদ সিয়াম, মেহরাব সিফাত, ঐন্দ্রিলা মজমুদার, তামিম মস্তুারি, নাসিম আল তারিক, আব্দুল হাই স্বপন, নকিব আল মাহমদু অর্ণব, সাগর, আহসান লাবিব ।

এছাড়াও কমিটিতে সহ-সমন্বয়ক হিসেবে ৫০ ও ৫১ ব্যাচের শিক্ষার্থীরা দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থী ফারহানা ফারিনা, মালিহা নামলাহ, আফ্রিদি, তানজিম আহমেদ, বাপ্পি, নাজমল ইসলাম, জিয়াউদ্দিন আয়ান এবং ৫১ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন জায়বা জাফরিন, নাদিয়া রহমান অন্বেষা, সাইদুল ইসলাম, হাসান মৃধা, সাহেদ হোসেন, আসিফ আল ইমরান, শাহ সালসাবিল।

আগামীকালের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, আমরা আগামীকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল পালন করা হবে। এছাড়াও আমাদের বেশ কয়েকজন সমন্বয়ক আগামীকাল গিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক দলের সাথে যুক্ত হয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com