তাপস মজুমদার,(স্টাফ রিপোর্টার) সাতক্ষীরা: সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ১৩০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান করা হয়। এবং ১০০ জন কৃষকদের মাঝে নারিকেল চারা বিতারন করা হয়। শনিবার (৬ জুলাই) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
উক্ত বিতারন কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মাহফুজুর রহমান, ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী, ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, মো:গোলাম রাব্বানী, প্যানেল চেয়ারম্যান মোঃ আফসর উদ্দিন, পূর্ণিমা রানী মন্ডল, মো:জাহিদ আলম, শেখ সিরাজুল ইসলাম, জিএম আব্দুল কাদের, মোঃ আব্দুস সালাম, মোঃ খলিল সরদার, রোজিনা খাতুন, লাইলী পারভিন, আইপিএম কৃষি ক্লাবের সভাপতি আশেক ইকবাল (পাপ্পি), গ্রাম পুলিশ ও সাংবাদিক বৃন্দ।