ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিষ্ণুপুর পূজা মন্দিরে প্রসাদ খেয়ে এক শিশুর মৃত্যু : চিকিৎসাধীন ৬০

বার্তা বিভাগ
জুন ২৪, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,( স্টাফ রিপোর্টার) সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে মন্দিরের প্রসাদ (খিচুড়ি) খেয়ে কাব্য দত্ত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(২৪ জুন) ভোর রাত ১ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথিমধ্য মারা যায় সে।

কাব্য দত্ত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের অশোক দত্তের নাতি এবং যশোরের ডুমুরিয়া উপজেলার শৈলগাতি এলাকার উত্তম দত্তের ছেলে।

এঘটনায় নারী শিশুসহ অন্তত ৬০জন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, বানিয়ারজাঙ্গাল বাসন্তী পূজামন্দিরে প্রতি পূর্ণিমা তিথিতে হরি নাম সংকীর্তন আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২১ জুন শুক্রবার রাতে হরি নাম সংকীর্তন শেষে ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে খিচুড়ি প্রদান করেন মন্দির কতৃপক্ষ। ওই প্রসাদ খেয়ে পরদিন ৭০-৭৫ জন বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। আক্রান্তরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা আদ-দ্বীন হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছেন।

এর মধ্যে নানার বাড়িতে বেড়াতে এসে প্রসাদ খেয়ে অসুস্থ হওয়া শিশু কাব্য দত্তকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে সোমবার ভোররাত একটার দিকে তার মৃত্যু হয়।

মৃত শিশুর মরদেহ চুকনগরের শৈলগাতিতে বাবার বাড়িতে নেয়া হয়েছে। খিচুড়ি খাওয়ার পর কেন এত মানুষ অসুস্থ হলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

এছাড়া আরো ৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য পিযুশ কান্তি রায়।

অপরদিকে গুরুতর অসুস্থ বিষ্ণুপুর গ্রামের অশোক দত্তের মেয়ে ও কাব্যদত্তের মা তিথি দত্ত (২৩), নিমাই সেন এর ছেলে দীপু সেন (৪২), চন্ডিচরণ দত্তের ছেলে সুব্রত দত্ত (৪২) ও অসীম দত্ত (৩২), পরিমল এর ছেলে রাম প্রসাদ (২০), সনজিদ দত্তের স্ত্রী রত্না দত্ত (৩৬), রামপ্রসাদ দত্তের মেয়ে সেরসী দত্ত, জগবন্ধু দত্তের ছেলে রাহুল দত্ত (১৭), তপন বিশ্বাস এর ছেলে রিপন বিশ্বাস (২০), অবনী বিশ্বাস এর ছেলে তপন বিশ্বাস (৪৫), সুধীর কর্মকারের ছেলে নিক্ত কর্মকার (৫০), নিষিপদ মন্ডলের ছেলে পিন্টু মন্ডল (৩৮), । ঐ ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল্লাহ এ প্রতিনিধিকে বলেন বর্তমানে অসুস্থ ব্যাক্তিদের পরিবারের বাড়িতে কেহ নেই, সকলেই হাসপাতালে। আক্রান্ত পরিবারে চলছে অজানা এক আতঙ্ক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা আছেন তারা আশঙ্কা মুক্ত৷ খাদ্যে বিষক্রিয়ার কারণে এমন হতে পারে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সকল রুগীর খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা সেবা প্রদানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীরসহ চিকিৎসকদের নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]