সৈয়দ আবু ইউসুফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নব- গঠিত কমিটির (২০২৪- ২০২৫) সালের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ, দায়িত্ব গ্রহণ অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দাউদকান্দি পৌরসভাস্থ হল রুমে ২১ জুন শুক্রবার বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয় । এ সময় সকল সদস্যগণ উপস্থিত থেকে নব- নির্বাচিত কার্য নির্বাহী সকলে শপথ বাক্য গ্রহণ ও স্বাক্ষর করেন।
দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের সম্মানিত সভাপতি শাহাদাত হোসেন তালুকদার শাকু এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সম্পাদক ইমরান মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র সংঠনের সকল সিনিয়র জুনিয়র সকল সদস্যবৃন্দ । এ সময় সকল নব-নির্বাচিত সদস্যদের সংগঠনের পক্ষ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান হয় ।
উল্লেখ্য, দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের সম্মানিত সভাপতি শাহাদাত হোসেন তালুকদার শাকুর আমন্ত্রণে তার নিজ বাসভবনে সকল সদস্যদের নৈশভোজ ও মিলনমেলার আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ।