ঢাকা১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় বাস-মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক নিহত, আহত ১

বার্তা বিভাগ
জুন ২৩, ২০২৪ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোটর সাইকেল চালক রতন মন্ডল (৩২) নিহত। আহত হয়েছেন নিহত রতন মন্ডলের স্ত্রী হাজেরা বেগম (২৬)। এ ঘটনায় পুলিশ বাসটিকে আটক করলেও
চালকসহ হেলপার পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া নামক স্থানে।

নিহত মোটরসাইকেল চালক গাইবান্ধার সাদুল্লাপুর
উপজেলার বড় জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রতন মন্ডল স্ত্রী হাজেরা বেগমকে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি থেকে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথি মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া নামকস্থানে পৌঁছলে বাসের সাথে ওই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক রতন মন্ডল নিহত হন। গুরুতর আহত স্ত্রী হাজেরা বেগম চিকিৎসাধীন রয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর মুখী বাস (ঢাকা-মেট্রো-স ১১-০৭৫৭) এর সাথে বিপরীতমুখী মোটরসাইকেল (ঢাকা মেট্রো- ল ২৬-৮১১৮) এর মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে। বাসটি আটক করা হয়েছে। তবে চালকসহ হেলপার পালিয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com