হিজলা(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের সংর্বধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এম পি বলেন, গত ১৫ বছরে সারা বিশ্বের কাছে মাননীয় প্রধানমন্ত্রী উন্নায়নের রোল মডেল হিসেবে পরিচিত।
সারা দেশে সব এলাকায় উন্নয়নের ছোয়া লেগেছে। কিন্তু হিজলায় তেমন কোনো উন্নয়ন হয়নি।
হিজলা মেহেন্দীগঞ্জ ,কাজির হাট এলাকায় রাস্তায় চলাচল করা যায় না। সরকার টি আর,কাবিখা/কাবিটা নামে যে প্রকপ্ল দিয়েছে তা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যেত তাহলে হিজলা উপজেলা অবহেলিত থাকতো না।
এখনে যিনি জনপ্রতিনিধি ছিলেন তিনি তার নিজের ভাগ্য উন্নয়ন করেছেন।
যার বাড়িতে ঘর ছিল না তিনি আজ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে।
তিনি আরো বলেন, এই উপজেলায় ৪৫ শতাংশ টি আর,কাবিখা-র টাকা আত্মসাৎ হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা মাঠে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে নবনির্বাচিত চেয়ারম্যান গনের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের সভাপতিত্বে উপস্তিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ সাজাহান তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও হিজলা গৌরবদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুর ইসলাম মিলন,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য পন্ডিত শাহাবুদ্দিন
আহমেদ,ধুলখোলা ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল লতিফ খান,মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাব আহমেদ,কাজিরহাট থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান.কেন্দ্রীয় উপ কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ মনির হোসেন,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম সরদার,উপজেলা
যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদার,সদস্য সচিব সৈয়দ রকিবুল ইসলাম তানভীর মীর,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান,সদস্য সচিব নিজাম উদ্দীন রকি সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলগের সভাপতি সাধারন সম্পাদক প্রমূখ ।
সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার,ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিনকে ফুলেল শুভেচ্ছ জানান ড.শাম্মী আহমেদ ও বিভিন্ন সংগঠন।