ঢাকা২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় রেমালের আঘাতে ঘরচাপায় নারীর মৃত্যু, বাঁধ ধসে ৩০ গ্রাম প্লাবিত

বার্তা বিভাগ
মে ২৭, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ভোলা প্রতিনিধি:

রেমালের প্রভাবে ভোলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়। সাথে সাথে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ঘর চাপা পড়ে মনেজা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বাঁধ ধসে প্লাবিত হয়েছে ৩০টি’র অধিক গ্রাম।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনেজা খাতুন লালমোহন পশ্চিম চরউমেদ ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

এদিকে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।
ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় ২০-২৫ টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। বাঁধ ধসে প্লাবিত হয়েছে অন্তত ৩০ উপকূল অঞ্চলের গ্রাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com