ঢাকা৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে নরওয়ে-স্পেন-আয়ারল্যান্ড

বার্তা বিভাগ
মে ২২, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

আয়ারল্যান্ড ও নরওয়ে বুধবার সকালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ২৮ মে  একই পথ অনুসরণ করার কথা জানিয়েছে স্পেন।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন-আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন আজই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, ‘এই সিদ্ধান্তকে কার্যকর করতে  যা যা জাতীয় পদক্ষেপ নেওয়া দরকার আমরা প্রত্যেকে এখন তা গ্রহণ করব। আমি আত্মবিশ্বাসী যে আগামী সপ্তাহগুলিতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে আরও দেশ আমাদের সাথে যোগ দেবে।’

তিনি আরও বলেন-ইসরায়েল, ফিলিস্তিন এবং তাদের জনগণের জন্য শান্তি ও নিরাপত্তার একমাত্র বিশ্বাসযোগ্য পথ ‘দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান’। হ্যারিস বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের জন্য আমাদের অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করা উচিত নয়।

স্পেনের প্রধানমন্ত্রী জানান, স্পেনের মন্ত্রিসভা আগামী মঙ্গলবার, ২৮ মে  ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি অনুমোদন করবে।

এদিকে মাল্টা, স্লোভেনিয়াও  প্রকাশ্যে জানিয়েছে,   ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে নজর দিতে যাচ্ছে। এটা ফিলিস্তিনের জন্য অতি স্মরণীয় মুহূর্ত বলে আল জাজিরার খবরে উল্লেখ করা হয়েছে। সূত্র -আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]