ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাপের কাঁমড়ে না ফেরার দেশে সখিপুর বাজারের ব্যবসায়ী সেলিম মাদবর 

বার্তা বিভাগ
মে ১২, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

সখিপুর বাজারের ব্যবসায়ী সেলিম মাদবর  সাপের কাঁমড়ে মৃত্যু বরণ করেন।

গতকাল  রোজ শনিবার সকালে নিজ কচু খেতে কাজ করার সময় বিষাক্ত সাপের আঘাতে তিনি প্রাণ হারান।

চিকিৎসকের ধারনা, রাসেল ভাইপারে সাপ পায়ে কাঁমড় দেয়। এলাকার ওঝার কাছে নেওয়া হলে ঝার ফু দেওয়া হয়। কিন্তু আশংকা খারাপ হওয়ায় চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।

অবশেষে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর আজ বেলা ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।

সেলিম মাদবর সখিপুর মুন্সী কান্দির বাসিন্দা। তিনি সখিপুর বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে যুক্ত ছিলেন। এছাড়াও সখিপুর বাজারের এক পরিচিত মুখ সেলিম মাদবর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com