ঢাকা৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে দুই বাংলার মিলনমেলা ও সাহিত্য উৎসব 

বার্তা বিভাগ
মে ১১, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,(স্টাফ রিপোর্টার) সাতক্ষীরা: “আজি বাংলাদেশের হৃদয় হতে” এই স্লোগানকে সামনে রেখে, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মোউৎসব উদযাপন উপলক্ষে কালীগঞ্জে সেকেন্দার নগর রংধনু কমিউনিটি সেন্টার দুই বাংলার কবি সাহিত্যিক শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হলো মিলন মেলা ও সাহিত্য উৎসব ২০২৪।

বিশ্ব বাংলা সাহিত্য সাহিত্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখা সাতক্ষীরা এর আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে শতাধিক কবিদের উপস্থিতিতে স্বরচিত কবিতা পাঠ, আলোচনা সভা, কবিতা আবৃতি, জ্যোতি কবিতা সংকলনের মোড়ক উন্মোচন, অতিথি কবিদের সম্বর্ধনা রবীন্দ্র সংগীত নৃত্য অনুষ্ঠান সহ দিনব্যাপী কবিদের পদচারনায় অনুষ্ঠান অত্যন্ত আনন্দ পরিবেশে উৎসবমুখর হয়েছিল দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা ও সাহিত্য উৎসব উদ্বোধন করেন ও সভাপতিত্ব করেন কালিগঞ্জ মহাবিদ্যালয় এর বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর দাশ বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার প্রফেসর ডক্টর আব্দুল্লাহেল বাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রিয় সমন্বয়ক রিয়াল রুমেল কালিগঞ্জ রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন সাংবাদিক শরিফূল্লাহ কায়সার পোল উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করে জাহাঙ্গীর, সঞ্জয়, তনু সহ উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ।

কবি গুরুর কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী মনিরুজ্জামান অ্যাডভোকেট জাফল্যে ইব্রাহিম সুব্রত কুমার বৈদ্য, কবি মঞ্জুর লুৎফর রহমান কবি সম তুহিন কথা সাহিত্যিক শুভ্র আহমেদ বাবলু হুজুর চৌধুরী দ্বিতীয় পর্বে কবিদের স্বরচিত কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক অধ্যাপক হারুন অর
রশিদ শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ব বাংলা সাহিত্য পরিষদে কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি আলী সোহরাব, ভারতীয় কবি অতসি বাগচী,বাবুল দাস, টাঙ্গাইল কবি সাঈদা শিউলি,অণব, সিরাজগঞ্জের কলি সরকার কবি কামরুল নাহার লাইলী আনোয়ার হোসেন নুরুল ইসলাম কমরেড হুমায়ুন কবির মিজানুর রহমান সনু মোল্লা সহ সাতক্ষীরা সাতটি উপজেলার কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ঃ৩০ টা পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিন শনিবার অতিথি কবিদের নিয়ে সুন্দরবন ভ্রমণ সহ বংশীপুর ঐতিহাসিক শাহী মসজিদ ও ইশ্বরীপুর কালী মাতা মন্দির পরিদর্শন করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুকুমার দাশ বাচ্চু ও অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]