ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় প্রায় দুই শতাধিক মানুষের মৃত্যু : জাতিসংঘ

বার্তা বিভাগ
মে ১১, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানে  আকস্মিক বন্যায় অনেক মানুষের মৃত্যু হয়েছে। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যার ফলে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। এ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে তালেবান কর্তৃপক্ষ।

এএফপিকে জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা  জানিয়েছে, শুধুমাত্র বাঘলানেই ২০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভ্যন্তরীণ মন্ত্রণালয় শনিবার জানিয়েছে,   এ বন্যায় প্রায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে। মৌসুমি বৃষ্টিপাতের কারণে আফগানিস্তানের উত্তরে অবস্থিত বাঘলান প্রদেশে  তৈরি হওয়া ফ্লাশ ফাডে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। এক তালেবান কর্মকর্তা নিশ্চিত করেছেন, এর ফলে একাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

এর আগে, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে বন্যার কারণে আফগানিস্তানে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। প্রায় কোনো অঞ্চলই বন্যার হাত থেকে সম্পূর্ণভাবে রেহাই পায়নি। হাজার হাজার আফগান নাগরিকের বন্যার কারণে এখনো মানবিক সহায়তা প্রয়োজন। সূত্র : ডয়চে ভেলে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]