ঢাকা১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলছড়িতে চেয়ারম্যান সাঈদ, ভাইস চেয়ারম্যান রাশেদা ও ফিরোজ নির্বাচিত

বার্তা বিভাগ
মে ৯, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আবু সাঈদ। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৪৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট বর্জনকারী প্রার্থী জি এম সেলিম পারভেজ ঘোড়া প্রতীকে ১৩ হাজার ৭৬ ভোট পেয়েছেন।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মো. রাসেল বিন ওয়াহেদ ফিরোজ চশমা প্রতীকে ১২ হাজার ২১৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুস সাত্তার টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯০৫ ভোট।
অন্যদিকে মোছা. রাশেদা বেগম হাঁস প্রতীকে ১৮ হাজার ৯০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. শাখিয়া পারভিন প্রজাপতি প্রতীকে ১২ হাজার ৭০৬ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্তশান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলায় ২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতার মাঠে থাকলেও দুপুর সাড়ে ১২টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী জি এম সেলিম পারভেজ ভোট বর্জন করেন। এছাড়া এ নির্বাচনে ৬ জন ভাইস চেয়ারম্যান এবং ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪০ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]