ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পানি বৃদ্ধিতে প্রাণ ফিরেছে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের

বার্তা বিভাগ
মে ৮, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ প্রকৃতিতে চলছে গ্রীষ্মের দাপট। তীব্র তাপদাহে নদী নালা খাল বিল শুকিয়ে চৌচির। তবে ব্যতিক্রম কেবল ব্রহ্মপুত্র নদের চিত্র । হিমালয়ের বরফ গলা পানি আসায় গত ৩ দিনে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে ৮৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ৩০ এপ্রিল থেকে তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ওই দিন সকালে ফুলছড়ি পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ৫৯ মিটার। গতকাল বৃহস্পতিবার সকালে একই পয়েন্টে পানির উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪৬ মিটার।

ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে গিয়ে দেখা যায়, বছরের অন্য সময়ের তুলনায় ব্রহ্মপুত্র নদের পানি এ বছর আগে থেকেই বৃদ্ধি পেতে শুরু করেছে । পানি বৃদ্ধিতে ইঞ্জিন চালিত ছোট বড় নৌযান গুলো আগের মতোই নির্বিঘ্নে চলাচল করছে । নৌকার মাঝি রাকিব মিয়া বলেন, প্রায় ৪ মাস যাবৎ নদী শুকিয়ে ছিলো তাই নৌকা চালিয়ে আয় হয়নি । গত এক সপ্তাহ থেকে পানি বৃদ্ধি পাওয়ায় নৌ চলাচল সহজ হয়েছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, তীব্র গরমে ভারতের হিমালয় অঞ্চলের বরফ গলে এখানে তিস্তা-ব্রহ্মপুত্রের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর এই সময় বরফ গলা পানিতে নদীর পানির উচ্চতা কিছুটা বাড়ে। এতে নদীর যেসব চ্যানেলগুলো শুকিয়ে গেছে, সেগুলোতে নৌ চলাচলে সুবিধা হয়। পানি বাড়ালেও এই অঞ্চলে আপাতত বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই ।

তিনি আরও বলেন, উজানে বৃষ্টি হচ্ছে কি না বা কী পরিমাণ বৃষ্টি হবে সেই পূর্বাভাস এখনো আমরা পাইনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com