ঢাকা১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

বার্তা বিভাগ
এপ্রিল ২৩, ২০২৪ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

 

নাসিরা সুলতানা (আদমদিঘী- বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার জেলার আদমদীঘি উপজেলার অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১ ঘটিকার সময় ছাতিয়ানগ্রামে পরিত্যক্ত রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে বলে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান উপজেলার ছাতিয়ানগ্রামে পরিত্যক্ত রেল স্টেশনের সামনে ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে করেন। নিহতের পড়নে ছিলো জিন্স প্যান্ট ও শার্ট বয়স আনুমানিক ২৫ বছর।

ওসি আরও জানান এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্ত করার একাধিক টিম কাজ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com