নাসিরা সুলতানা , (আদমদীঘি–বগুড়া) প্রতিনিধি:
বগুড়া) প্রতিনিধি : নওগাঁ জেলা সোনালী অতীত ফুটবল দল বনাম বগুড়া জেলা সোনালী অতীত ফুটবল দলের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । এতে বগুড়া জেলা দল ট্রাইবেকারে ৩-২ গোলে নওগাঁ জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে তুলে নিয়েছেন।
শুক্রবার বিকেল ৪ টায় সান্তাহার আধুনিক স্টেডিয়ামে সান্তাহার ফুটবল একাডেমি আয়োজিত এ খেলায় দু’দলের উপস্থিত খেলোয়াড়েরা অনেক দিন পর একে অপরকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। এসময় এই সাবেক ফুটবলারদের মাঝে যন আনন্দর বন্যা বইতে থাকে। পরে সাশ্রদ্ধকর এখেলায় প্রথমার্ধে বগুড়া জেলা দল ১-০ গোলে এগিয়ে থাকলেও খেলার শেষ বেশি বাজার এক মিনিট আগে নওগাঁ জেলা দল প্লান্টি পেয়ে গোল পরিশোধ করলে খেলাটি অমিমাংশীত হয়। পরে ট্রাইবেকারে বগুড়া সোনালী অতীত ফুটবল দল নওগাঁ জেলা দলকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেন।
বগুড়া জেলা দলের হয়ে খেলেছেন -লজিব,বাহানুর,মোমেন, নুরুল, আজাদ,আলমগীর, ইউসুফ, মনসুর, জাহিদ,মাসুদ, মামুন নওগাঁ জেলা সোনালী অতীত ফুটবল দলের হয়ে খেলেছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়- আজিম, রনি,বেলাল, রকেট, হাফিজ,পরাগ,সিরাজুল,মামুন,সুমন, সেরে। খেলাটি পরিচালনা করেন হোসেন আলী। সান্তাহার ফুটবল একাডেমির পরিচালক আলমগীর হোসেন বলেন এলাকায় ফুটবলকে এগিয়ে নিতে অতীতদের সহযোগীতায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে এই আয়োজন করা হয়। আগামীতে আমরা যেন কয়েকটি জেলার সোনালী অতীত ফুটবল খেলোয়াড়দের নিয়ে একটি টুর্নামেন্টের আয়োজন করার চেস্টা রয়েছে। #