আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানসহ থানা পুলিশের কঠোর নজরদারীর কারণে এবারে জুয়া ছাড়াই শেষ হলো এক দিনের অষ্টমীর মেলা। এতে জুয়াড়ীরা বেজার হলেও এলাকাবাসী ফেলেছে স্বস্তির নিঃশ্বাস।
অন্যান্য বারের ন্যায় এবারও গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুরের ওকরাবাড়ীতে এক দিনের
জন্য বসেছিল ঐতিহ্যবাহী অষ্টমীর মেলা। এ মেলাকে কেন্দ্র করে স্থানীয়সহ বহিরাগত জুয়াড়ীরা
আসর জমাতে নিয়েছিল প্রস্তুতি। কিন্তু বিধিবাম লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের জুয়া বিরোধী কঠোর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এবারে মেলা ছিল জুয়ামুক্ত। সেই সাথে সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যায় এই মেলা। মেলা জুয়ামুক্ত থাকায় জুয়াড়ীরা মহাবেজার হলেও এলাকাবাসী ফেলে স্বস্তির নিঃশ্বাস।
ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সহায়তায় আমরা সন্ধার মধ্যে মেলা বন্ধ করে দেই। সকাল থেকেই মেলাকে জুয়ামুক্ত করার জন্য আমি নিয়মিত তদারকি করি।