আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারীর টানে ঘরে ফেরা মানুষের রাত্রি কালীন নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে অস্থায়ী ভাবে স্থাপন করা যাত্রী ছাউনী ও পুলিশ কন্টোল রুমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে যাত্রী ছাউনী ও পুলিশ কন্টোল রুমের উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন।
এ সময় তিনি বলেন, ঈদে নাড়ীর টানে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরলস কাজ করছে গাইবান্ধা জেলা পুলিশ। জেলার ৩২ কিলোমিটার মহাসড়ক যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও জনসচেতনতা সৃষ্টিসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক সুপারভাইজার ও হেলপারদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরন করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান, টিআই ইনচার্জ শাহ আলম, টিআই জসিম, টি আই চন্দন, ওসি তদন্ত লাইছুর রহমান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধানসহ গণমাধ্যম কর্মী ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।