ঢাকা৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হিজলায় চুরির অপবাদে এক যুবককে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

বার্তা বিভাগ
এপ্রিল ৪, ২০২৪ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

হিজলা(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের
চরছয়গা গ্রামের আবদুর রব আকনের ছেলে কামাল আকন (২৫) কে
পিঠিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায় স্থানীয় নাছোকাঠি বাজার সংলগ্ন মোজাম্মেল রাড়ীর ছেলে
রায়হান,নুর মোহাম্মাদ খানের ছেলে অলি উদ্দিন,জয়নাল বেপারীর ছেলে
সাইদুল ,আলতাফ রাড়ির ছেলে সহ ৭/৮ জনের একটি বখাটে দল প্রায় সময়
বিভিন্ন স্থানে মারামারি হাঙ্গামা করে থাকে।
মঙ্গলবার দিবাগত রাত ১১ টার সময় নাছোকাঠি বাজার থেকে কামাল
আকন গরু বিক্রির টাকা নিয়ে বাড়িতে রওয়া হয়।নদীর পাড় দিয়ে যাওয়ার
সময় বখাটে দল পথরোধ করে টাকা দাবী করে।তখন কামাল দিতে
অস্কীকৃতি জানায়।তখন তাকে মুখ বেধে এলোপাতাড়ী মারপিঠ করে
নগদ ৬৫ হাজার ১৪০ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন কামাল আকন জানায় কিছুদিন আগে
নাছোকাঠি এলাকার ৭/৮ জন বখাটে যুবক আমি ট্রাকের মালামালে
ব্যবসা করি তাই কিছু টাকা দাবী করে।আমি দেইনি বলে আমাকে বলে
তাদের এলাকার একটি মেয়ের সাথে পরকীয়া করি এই অপবাদ দিয়ে
আসছে।গতকাল রাতে বাড়ি যাওয়ার পথে তারা আমাকে গরু চোর বলে
পিটিয়ে আহত করে সয়াবিন রেখে যায়।তারা স্থানীয় প্রভাবশালী হওয়ার
কিছু বলতে পারি না।
স্থানীয় ইউপি সদস্য সায়েদ বেপারী জানায় দুই আগে হামলার শিকার
কামালের নামে পরকীয়ার অভিযোগ দেন স্থানীয় কিছু ছেলেরা।কিন্তু
কোনো মেয়ের অভিযোগ না থাকায় ব্যবস্থা নিতে পারিনি।গতকাল
রাতে শুনলাম তাকে গরু চোর অপবাদ দিয়ে মারপিট করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]