সৈয়দ আবু ইউসুফ মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন যাত্রাপুর গ্রামে, যাত্রাপুর দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মার্চ রোজ রবিবার যাত্রাপুর বাজার জামে মসজিদে প্রায় ২ শতাধিক মানুষের মাঝে ইফতারের আয়োজন করে সংগঠনটি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মুরাদনগর সদর ইউনিয়নের সভাপতি সৈয়দ তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি, জনাব মাওলানা মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: জামাল উদ্দিন, জনাব মো: খোরশেদ আলম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগরের উপজেলার সভাপতি মো: আবু বকর খান।
এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা জনাব,আব্দুস সালাম ভূইয়া (সেলিম), স্থানীয় ওয়ার্ড মেম্বার জনাব মো: বাবুল মুন্সি, কাজী হাবিবুর রহমানসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারে আগ মূহুর্তে বক্তারা রমজান মাসের করণীয়-বর্জনীয় এবং ব্যাবসায়ী উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।