আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের কবলে পড়ে এক কলা ব্যবসায়ী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে। থানা পুলিশের ঘটনাস্থল পরিদর্শন।
শনিবার (৩০ মার্চ,) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ইসলামপুর টু ফুলপুকুরিয়া সড়কের জীবনপুর নামক স্থানে দুর্বৃত্তদের কবলে পড়ে ৩ কলা ব্যবসায়ী। এর মধ্যে নিহত লেবু মিয়া (৪৫) গুমানীগঞ্জ ইউপির জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে গলা-কাটা জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন একই গ্রামের দক্ষিণপাড়ার নুর বক্তার ছেলে শাহ আলম (৪৫)। অপরদিকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাওয়া শহিদুলের বাড়িও একই গ্রামে।
স্থানীয়রা জানায়, তিন জনই কলা ব্যবসায়ী। রাজা-বিরাট থেকে কলা বিক্রি করে রাতে বাড়ি ফেরার পথে ৫-৭ জন দুর্বৃত্তদের কবলে পড়ে। তবে তাদের কাছে রক্ষিত টাকাগুলো দুর্বৃত্তরা না নেওয়ায় এটা পরিকল্পিত হত্যা কি না খতিয়ে দেখার কথা জানান তারা।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের সি-সার্কেল উদয় সাহা, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্, ওসি তদন্ত মোত্তালেব হোসেন, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ।