ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় খাদ্য সামগ্রী বিতরণ

বার্তা বিভাগ
এপ্রিল ১, ২০২৪ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

শহিদুল ইসলাম আকন্দ,স্টাফ রিপোর্টারঃ-গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে দুঃস্থ, গরীর ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা সমিতি ঢাকার আয়োজনে আমিনা সরকারী বালিক উচ্চ বিদ্যালয় মাঠে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার।

সুন্দরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকার সভাপতি সাবেক অতিরিক্ত সচিব মো. মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে’ এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহেল বারী, সুন্দরগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

সুন্দরগঞ্জ সমিতির যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাসচিব অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, সহ-সভাপতি শেখ মো. খবির উদ্দিন, কোষাধ্যক্ষ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডিডি নবুওয়াত হোসেন সরকার, যুগ্ম-মহাসচিব ও বাপেক্স’র ব্যবস্থাপক আরেফিন আজিজ সরদার সিন্টু, গাইবান্ধা আবাসন ঢাকার চেয়ারম্যান লায়ন মো. আবুল হোসেন, সমিতির সদস্য মো. আনোয়ারুল ইসলাম শাহান প্রমূখ।

পরে,সুন্দরগঞ্জ পৌরসভার ৫০ জন ও ১৫টি ইউনিয়ন থেকে ৪০ জন করে মোট ৬৫০ জন দুঃস্থ, গরীর ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]